ঢাকা      বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
শিরোনাম

শান্তি চুক্তির জন্য শুভেচ্ছা বিশ্ব নেতাদের

IMG
09 October 2025, 10:54 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে চুক্তির সব শর্ত মেনে চলতে আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেন, "এই দুর্ভোগের অবসান হওয়া উচিত।"

অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে দুই পক্ষের একমত হওয়ার খবরে এক বিবৃতিতে "এটি একটি গভীর স্বস্তিকর মুহূর্ত" বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, "গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে একটি চুক্তিতে পৌঁছানোর সংবাদকে আমি স্বাগত জানাই।"

"সারা বিশ্বের জন্য এটি গভীর স্বস্তির মুহূর্ত। বিশেষ করে জিম্মি, তাদের পরিবার এবং গাজার বেসামরিক জনগণের জন্য। যারা গত দুই বছর ধরে অকল্পনীয় দুর্ভোগ সহ্য করছেন," বলেন স্টারমার।

এদিকে, অস্ট্রেলিয়া প্রথম পর্যায়ের এই গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়ে সকল পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেছেন, "দুই বছরেরও বেশি সময় ধরে সংঘাত, জিম্মি এবং বেসামরিক মানুষের প্রাণহানির পর চুক্তিটি শান্তির দিকে একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা সকল পক্ষকে পরিকল্পনার শর্ত মেনে চলার আহ্বান জানাচ্ছি।"

তিনি ডোনাল্ড ট্রাম্পের "কূটনৈতিক প্রচেষ্টা" এবং সমঝোতা আলোচনায় মিশর, কাতার এবং তুরস্কের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না, শান্তি পরিকল্পনার এমন প্রতিশ্রুতিকেও সমর্থন করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, এটি "গাজায় পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য একটি খুব দীর্ঘ পথ হবে।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন