ঢাকা      বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
শিরোনাম

রাজধানীতে ৩ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি

IMG
09 October 2025, 11:20 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। সকাল পৌনে নয়টার দিক থেকে শুরু হয় বৃষ্টি। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় এতে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সাংবাদিকদের বলেছেন, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিন ঘণ্টায় এটা অনেক বৃষ্টি। যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়।

বৃষ্টিতে নগরবাসী, বিশেষ করে স্কুল-কলেজ বা অফিসগামী মানুষ বিপদে পড়েন। বৃষ্টিতে অনেককে ভিজে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে যেতে দেখা যায়। বৃষ্টির মধ্যে রাজধানীতে বাসের জন্য অপেক্ষা করতেও দেখা যায় অনেককে।

এখন মৌসুমী বায়ুর চলে যাওয়ার সময়। ঠিক সেই মুহূর্তে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর কারণ প্রসঙ্গে এ কে এম নাজমুল হক বলেন, এখন বৃষ্টি হচ্ছে মূলত পুবালির সঙ্গে পশ্চিমা বায়ুর সংঘাতের কারণে। কয়েকদিন পরই মৌসুমী বায়ু বিদায় নেবে। নতুন করে বাতাস আসছে। আর তাতে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হচ্ছে।

আজ শুধু রাজধানী নয়, ঢাকার আশপাশের বিভিন্ন জেলা এবং উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রামের কয়েকটি স্থানে বৃষ্টি হচ্ছে। আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন