ঢাকা      বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আশুলিয়ায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

IMG
09 October 2025, 12:56 PM

আশুলিয়া, বাংলাদেশ গ্লোবাল : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা দল আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়। সন্ত্রাসীদের বাসা তল্লাশিকালে একটি অত্যাধুনিক শটগান, ১৩টি চাপাতি, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেন সেনা সদস্যরা।

আটককৃতরা হলেন: মোঃ বিশাল (২০), নাজমুল (২০) এবং শিপন(২২)। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন