ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ডাক বিভাগের বেদখলকৃত সম্পদ দ্রুত পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা ডাক বিভাগের মোট সম্পদের পাশাপাশি বেদখল সম্পদের তালিকা তৈরি করেছি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সমন্বয়ে অতি শিগগিরই বেদখল সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান ঠিকানা ব্যবস্থাপনা (এড্রেস ম্যানেজমেন্ট) ডিজিটাল অর্থনীতির উপযোগী নয়। বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ব্যবস্থাকে আধুনিক করা হচ্ছে। এর আওতায় এরিয়া কোড, স্ট্রিট কোড ও হাউজ কোড একত্রিত করে ঠিকানার সঙ্গে জিও ফেন্সিং যুক্ত করা হবে।
বিশেষ সহকারী বলেন, ঠিকানা ব্যবস্থাপনা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই ডাক ও কুরিয়ার আইন হালনাগাদের মাধ্যমে এই বিষয়ে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হচ্ছে। আশা করছি নভেম্বরের মধ্যেই সংশোধিত আইন মন্ত্রিপরিষদে উপস্থাপন করা যাবে।
তিনি আরও বলেন, বর্তমানে মেইল ও পার্সেল ট্র্যাকিং সিস্টেমে ৫০ থেকে ৬০ শতাংশ কার্যকারিতা রয়েছে। এই ট্র্যাকিং সিস্টেমকে শতভাগে উন্নীত করতে সফটওয়্যারের মানোন্নয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ই-কমার্স খাতের সঙ্গে ডাক বিভাগকে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শহর ও গ্রামে মানুষ সমানভাবে ডাক সেবা পায় এবং ই-কমার্সের প্রতি মানুষের আস্থা ফিরে আসে।
অনুষ্ঠানের শুরুতে ডাক ভবনের সামনের রাস্তায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ডাক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার আয়োজন করা হবে। সেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।
দিবস উপলক্ষে ডাক ভবনের নিচতলায় ২০টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অতি প্রাচীন ডাকটিকিট প্রদর্শনীও চলছে, যা আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
আগামীকাল (১০ অক্টোবর) দ্বিতীয় দিনে সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।
অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদফতরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com