স্পোর্টস ডেস্ক বাংলাদেশ গ্লোবাল: এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার মিশনে আজ বৃহস্পতিবার রাতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হতে এখনও প্রায় তিন ঘণ্টা বাকি থাকলেও ইতোমধ্যে গ্যালারিতে আসতে শুরু করেছেন দর্শক। জাতীয় স্টেডিয়ামের বাইরেও ফুটবল ভক্তরা ভিড় করেছেন। রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
হামজা চৌধুরী এবারও স্বাগতিক দর্শকদের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রে। এই দলকে মান ও অভিজ্ঞতায় সেরা বলছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে সেরার প্রমাণ দিতে হবে মাঠের পারফরম্যান্সে। শক্তিতে এগিয়ে থাকলেও স্বাগতিক বলে বাংলাদেশকে সমীহ করছে হংকং।
হামজা, সমিত সোম জামাল ভূঁইয়াসহ ২৮ জনের দলে প্রবাসী আর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ৭ জন। তাদের ঘিরে উন্মাদনাও বাড়তি। ক্যাম্প শুরুর দিন থেকে দেশের মানুষকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন ফুটবলাররা। এবার তা পূরণের পরীক্ষা।
বাছাইয়ে আগের দুই ম্যাচে শুধু এক গোল বাংলাদেশের। পূর্ণ পয়েন্টের মিশনে গোল করার দায়িত্ব আক্রমণ ভাগের। হাভিয়ের কাবরেরা বলেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচ, কঠিন পরীক্ষা। মান ও অভিজ্ঞতায় বর্তমান দলটা সেরা। তবে মাঠের পারফরম্যান্সেই দলকে সেরার প্রমাণ দিতে হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com