ঢাকা      শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
শিরোনাম

হংকংয়ের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

IMG
09 October 2025, 9:35 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় অতিথি দলটি। এর আগে, ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দারুণ এক ফ্রি কিকে গোল করেন হামজা চৌধুরী। কিন্তু প্রথমার্ধের শেষ বাঁশির আগে কর্ণার কিক থেকে গোল খেয়ে ১-১ ব্যবধানে মাঠ ছাড়তে বাধ্য হয় বাংলাদেশ।

ম্যাচের ১৩ মিনিটে বাঁ-প্রান্তের বক্সের মুখে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে হংকং। ফ্রি কিক পেয়ে যায় বাংলাদেশ। জোরের ওপর শট নেন প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা। হংকং ফুটবলারের মাথা আলতো ছুঁয়ে গোলরক্ষকের হাতের ওপর দিয়ে জালে চলে যায় বল।

প্রথমার্ধে হংকংকে ওই গোল শোধ করার খুব একটা সুযোগ দেয়নি বাংলাদেশ। বরং লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তা যেমন কাজে লাগাতে পারেনি। তেমনি ৪৯ মিনিটে কর্ণার কিক গোলের বাইরের লাইন থেকে বিপদমুক্ত না করে হেড করে ভেতরে পাঠান ফাহিম। একাধিক মাথা ঘুরে ফাঁকায় পেয়ে হংকং বাংলাদেশের জালে পাঠিয়ে দেয় বল।

ম্যাচে শুরুর একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে রাখেননি কোচ হাভিয়ের ক্যাবরেরা। শেখ মোরসালিন এবং হামজা ছিলেন শুরুর একাদশে। নেতৃত্বের আর্মব্যান্ড আছে সোহেল রানার বাহুতে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন