ঢাকা      শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
শিরোনাম

দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো ব্রাজিল

IMG
10 October 2025, 9:04 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার কাং ইন ও বায়ার্নের ডিফেন্ডার লি-মিন জে কিমরা প্রতিপক্ষকে ভড়কে দেবেন, এমনটাই হয়তো ছক কষেছিল স্বাগতিকরা। কিন্তু নিজেদের মাঠে বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ কোরিয়াকে।

বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের ১৩ মিনিটে ব্রাজিলকে লিড পাইয়ে দেন চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়াম। এরপর প্রথমার্ধে লিড দ্বিগুণ করে ব্রাজিল। এবারও উৎসবের ত্রাতা এস্তেভাও। তার জোড়া গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ছন্দময় ফুটবল উপহার দেয় ব্রাজিল। বিরতি থেকে ফিরে দ্বিগুণ শক্তিতে ঝাপিয়ে পড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৪৭ মিনেটে গোল ৩-০ করে অতিথিরা। প্রথম দুই গোল করা এস্তেভাও এবার হলেন সহযোগী। রদ্রিগোকে দিয়ে গোল করালেন তিনি। বক্সের ভেতর ঘুরপাক খেতে থাকা বল নিয়ন্ত্রণে নিয়ে রদ্রিগোকে দেন ক্যাসিমিরো। সেখান থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।

৪৯ মিনিটে দর্শকদের আরও একবার আনন্দ এনে দেন রদ্রিগো। এস্তেভাওয়ের মতো তিনিও জোড়া গোল আদায় করেন। দক্ষিণ কেরিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন ক্লাব ফুটবলে দারুণ ছন্দে থাকা ভিনি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

তিন দিন বিরতির পর আগামী ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় মাঠে গড়াবে এই ম্যাচ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন