স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে শুরু হবে অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের লক্ষ্যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এতে জায়গা মেলেনি ওমানে খেলা আগের ৬ খেলোয়াড়ের।
দল থেকে বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। এর মধ্যে মিডফিল্ডার তৈয়ব আলী সম্প্রতি ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলে আসার পরই দলটি অনেকটা নিশ্চিত হয়ে যায় বলে জানা গেছে। এরপর কোচের পরামর্শে চূড়ান্ত তালিকা তৈরি করে বাংলাদেশ হকি ফেডারেশন।
বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল
মাহমুদুল হাসান, আশরাফুল হক সাদ, মেহরাব হাসান সামিন, রামিম হোসেন, আমান শরিফ, রাহিদ হোসেন জীবন, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, আশরাফুল আলম, দ্বীন ইসলাম, মাহাদী হাসান, ইসমাঈল হোসেন, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, তানভির রহমান সিয়াম, ওবাইদুল হোসেন জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ ও শহিদুর রহমান সাজু।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com