স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মায়ামির হার্ড রক স্টেডিয়ামে জাতীয় দলের জয় উপভোগ করার পরদিন জোড়া গোল করলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার হয়ে নয়, মেজর লিগ সকারের ম্যাচে লিও জেতালেন ইন্টার মায়ামিকে। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে মায়ামি জিতেছে ৪-০ ব্যবধানে।
শুক্রবারের ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে সে পথে হাঁটেননি মায়ামি কোচ হ্যাভিয়ের মাসচেরানো। নিজে দু’টি গোল করার পাশাপাশি দলের আরও একটি গোলের কারিগর মেসি।
শুরু থেকে আগ্রাসী ফুটবল খেললেও মায়ামিকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের বক্সের ডান দিকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে আর গোল করতে পারেননি মাসচেরানোর ফুটবলাররা।
বিরতির পর দলের ব্যবধান বাড়াতেও মুখ্য ভূমিকা নিয়েছেন মেসি। ৫২ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের সাজিয়ে দেওয়া বল ধরে গোল করতে ভুল করেননি জর্ডি আলবা। দ্বিতীয়ার্ধে মায়ামি আক্রমণের তীব্রতা আরও বাড়ায়। ফলে লড়াই থেকে ক্রমশ হারিয়ে যেতে শুরু করে আটলান্টা।
৬১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে মায়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৮৭ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন মেসি। এই গোলের ক্ষেত্রে এলএম টেন আবার সহায়তা পান আলবার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com