ঢাকা      সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

শাহরুখকে এক ঝলক দেখতে মানুষের ঢল

IMG
13 October 2025, 12:55 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউডে এমন তারকা একজনই! শাহরুখ খানের একটি ভিডিও দেখে এমনটাই দাবি তার ভক্তদের। শনিবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদশা। সেই অনুষ্ঠানও উজ্জ্বল হয়েছিল তার উপস্থিতিতে। অনুষ্ঠান থেকে বেরোতেই তাই শাহরুখের উপর ঝাঁপিয়ে পড়ে মানুষের ঢল।

শনিবার রাতে ছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও ছিল শাহরুখের কাঁধে। সঙ্গে ছিলেন করণ জোহর। সেই অনুষ্ঠান থেকে বেরোনোর পরে উপস্থিত অনুরাগীরা ছেঁকে ধরেন বলিউডের বাদশাকে। শাহরুখকে এক ঝলক দেখার জন্য হাজারো দর্শক এগিয়ে আসতে থাকেন তার দিকে। তবে শাহরুখ ধৈর্য হারাননি। রেগেও যাননি। সহস্র মানুষের ঢলের দিকে হাত তুলে সাড়া দিয়েছেন তিনি। টোলফেলা গালে লেগে ছিল হাসি।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা আরও একবার মুগ্ধ হন শাহরুখকে দেখে। এক ভক্ত লিখেছেন, “তার মতো সুন্দর কথা বলতে আর কেউ পারেন না। কী অসাধারণ ব্যক্তিত্ব একজনের। উনি ঠিকই বলেছিলেন, তার পর আর কোনো মহাতারকা তৈরি হবে না। বলিউডে এখনও একজনই মহাতারকা। তিনি হলেন শাহরুখ খান। এই নামের আগে কোনো বিশেষণের দরকার পড়ে না।”
উল্লেখ্য, শাহরুখ এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। পাশাপাশি বড় ছেলে আরিয়ান খানের ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য নিয়েও মেতে আছেন তিনি। এই সিরিজ়ে রয়েছে তারও অল্প দৈর্ঘ্যের উপস্থিতি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন