ঢাকা      সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

সাভারে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

IMG
13 October 2025, 12:43 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত ও পদত্যাগ করা শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। আজ সোমবার সকালে সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় দু'টি কারখানার পদত্যাগ করা শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এসময় শ্রমিকরা বলেন, কারখানা দু'টির পদত্যাগ করা শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা দ্রুত পরিশোধ করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন