ঢাকা      সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান

IMG
13 October 2025, 1:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ এ অংশ নিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় পরিচালিত এ অভিযানে বিমান বাহিনী দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় অঞ্চলে এয়ার সার্ভেইলেন্স মিশন পরিচালনা করছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে ৪-২৫ অক্টোবর পর্যন্ত বিমান বাহিনীর হেলিকপ্টার বিভিন্ন এলাকায় বিমান নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার সন্ধ্যা ৬টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলার নদী অঞ্চলে অভিযান চালায়। একই সময় আরেকটি হেলিকপ্টার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণ-পশ্চিম উপকূল এবং সুন্দরবন এলাকায় বিমান নজরদারি মিশন পরিচালনা করে।

মিশনে অংশ নেয়া হেলিকপ্টারগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্চলাইট ‘নাইট সান’ সংযুক্ত করা হয়েছে, যা সন্ধ্যার পর কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্যভাবে দৃশ্যমানতা বৃদ্ধি করে এবং মাছ ধরার নৌযান শনাক্তে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া, বিমানের ক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করে সম্পূর্ণ অন্ধকারে নজরদারি নিশ্চিত করে অবৈধ মাছ ধরার তৎপরতা চিহ্নিত করতে সহায়তা করছে।

বিমান বাহিনী এ মিশনগুলো আকাশ থেকে ভূমিতে নিরবচ্ছিন্ন যোগাযোগের মাধ্যমে পরিচালনা করছে যাতে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় থাকে। বিমান বাহিনীর একাধিক ঘাঁটি থেকে কুতুবদিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলেও এ ধরণের অভিযান পরিচালিত হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন