ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিশরে শান্তি সম্মেলনে যোগ দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারা। "আমরা কি দয়া করে কাগজপত্র পেতে পারি?," চুক্তি স্বাক্ষরের আগে বলেন ট্রাম্প।
এরপর মার্কিন প্রেসিডেন্টের সামনে একটি সবুজ ফাইল এনে রাখা হয় এবং তিনি তাতে স্বাক্ষর করেন। "এই পর্যায়ে আসতে ৩০০০ বছর লেগে গেছে, বিশ্বাস করতে পারেন?" মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, "এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।"
এরপর ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে বিভিন্ন ফাইল আদান-প্রদান হয় এবং তারা প্রত্যেকে সেগুলোতে সই করেন।
যুদ্ধবিরতি আলোচনার সমর্থনে উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। "সবাই খুশি," মন্তব্য করে তিনি বলেন, "আগেও বড় বড় চুক্তি সই করেছি, কিন্তু এটি রকেটের মতো দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে"।
এরই মধ্য দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়। সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা সবাই একসঙ্গে ছবি তোলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com