স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান। মঙ্গলবার আবুধাবিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২০০ রানের বিশাল ব্যবধানে হারায় আফগানরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৩ রান তোলে আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৯৫ রান করেন। আর ৩৭ বলে ৬২ রানের হার না মানা এক দুর্দান্ত ইনিংস খেলেন মোহাম্মদ নবী।
জবাব দিতে নেমে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৪৩ রান। বাংলাদেশের আর কোন ব্যাটার দুই অংকের রান করতে না পারায় মাত্র ২৭ দশমিক ১ ওভারেই অলআউট হয় টাইগাররা। বিলাল সামি ৩৩ রানে ৫ উইকেট নেন। এর আগে, টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com