ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 'জরুরি বৈঠক' করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে বিএনপির সালাহউদ্দিন আহমেদসহ তিন সদস্যের দল, নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না, এনসিপির আখতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ইসলাম ভূঁইয়া, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদ, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন্দ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠানকে সামনে রেখে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com