স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং পেসার নাহিদ রানা। তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার এবং নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।
মিরপুরে শনিবার থেকে দু'দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। একই ভেন্যুতে পরের দু'টি ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। এ সিরিজের আগে স্বস্তিতে রয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কারণ তার দৃষ্টিতে, ওয়েস্ট ইন্ডিজ দলে রশিদ খানের মতো বা ‘অত্যন্ত উঁচু’ মানের স্পিনার নেই। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় এ অনুভূতি জানান তিনি।
বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি আনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com