ঢাকা      শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
শিরোনাম

এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের

IMG
16 October 2025, 7:11 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বিজিবি পরিচালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এ বছর কলেজ থেকে মোট ১ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৭৭৮ জন এবং পাশের হার ৯৯.৮৯%। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৭৪ জন শিক্ষার্থী।

বিভাগ ভিত্তিক ফলাফলে দেখা যায়—বিজ্ঞান বিভাগে ১ হাজার ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫০ জন জিপিএ ৫ অর্জন করেছে; ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮২ জনের মধ্যে ৭৯ জন এবং মানবিক বিভাগে ১৭২ জনের মধ্যে ৪৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এই সাফল্যের জন্য কলেজের উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মোঃ আবু সাঈদ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন