ঢাকা      রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

IMG
19 October 2025, 3:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত সামিহ ইসা জোহর হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রোববার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দু'দেশের সামরিক খাতে সহযোগিতা, বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ, এক্সারসাইজ ও সেমিনার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও কুয়েতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তারা মত বিনিময় করেন। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন