ঢাকা      সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

দ্বিতীয়বারের মতো মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভালে বাংলাদেশ

IMG
19 October 2025, 10:18 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অবস্থিত মালাক্কা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (এমআইটিসি) ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ উৎসবে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি বুথের মাধ্যমে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

অনুষ্ঠান শেষে অন্যান্য স্টলের পাশাপাশি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা। এ সময় হাইকমিশনার তাদের স্বাগত জানান এবং বাংলাদেশের বুথে প্রদর্শিত রপ্তানিযোগ্য পণ্য যেমন- তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস, ওষুধ সামগ্রী, চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, খাদ্য ও পানীয় সম্পর্কে অবহিত করেন।

তিনি হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি প্রতিষ্ঠানকে এই মেলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আশাবাদ ব্যক্ত করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং বাজার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশনের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এর প্রচারণা, রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বিতরণ এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মেলার শেষ দিনে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সফল অংশগ্রহণের জন্য সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন