ঢাকা      সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেফতার

IMG
19 October 2025, 10:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর তুরাগ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলেন: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. জাহিদ সরকার (৫৫) ও নাটোর এন এস সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব (২৩)। আজ রোববার রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, সরকার পতনের পর গ্রেফতারকৃত সজীব রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছিলো। সে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতো। বিশেষ করে মিছিলে অংশগ্রহণ করার পূর্বে ককটেল বানানোর বিভিন্ন উপকরণ সংগ্রহ করে নিজে ককটেল বানাতো এবং ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান ছিলো।

সর্বশেষ গত ১৬ অক্টোবর গুলশান থানাধীন হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে একটি ঝটিকা মিছিলে অংশ নিয়ে সে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং উক্ত বিক্ষোভ মিছিল ফেসবুক লাইভে শেয়ার করে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যাসহ পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন