ঢাকা      শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

ফোন করে পরামর্শ দিয়েছেন মাশরাফি-তামিম: মিরাজ

IMG
24 October 2025, 1:36 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়ানডের নেতৃত্ব পাওয়ার পর সময়টা ভালো যায়নি মেহেদী হাসান মিরাজের। মিরপুরে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৯ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মিরাজ সংবাদ সম্মেলনে জানান, খারাপ সময়ে দেশের ক্রিকেটের সফলতম দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল তাকে ফোন করে নানা পরামর্শ দিয়েছেন।

মিরাজ বলেন, ‘বাংলাদেশের যারা সফল অধিনায়ক, যদি বলি মাশরাফি ভাই, তামিম ভাই তারা আমাকে অনেক সমর্থন দিচ্ছেন। তামিম ভাই আমাকে ফোন করে বলেছে - এভাবে এভাবে করলে ভালো হবে। তারা দেশের সফলতম দুই অধিনায়ক, তারা আমাকে সমর্থন করছে। এগুলো আমার কাছে ভালো লেগেছে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন