স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়েই মেজর লিগ সকারে খেলবেন।
ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইন্টার মায়ামি ঘোষণা করছে যে, তারা ক্লাবের অধিনায়ক, আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিও মেসির সঙ্গে ২০২৮ সালের মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।’’
এ বিষয়ে মেসি বলেন, তিনি ক্লাবের সঙ্গে থাকতে পেরে আনন্দিত এবং ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে খেলার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, ‘‘এখানে থাকতে পেরে এবং নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমরা সবাই এটা ভেবে উত্তেজিত যে, অবশেষে মায়ামি ফ্রিডম পার্কে খেলতে পারবো। আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’
২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই থেকে মেসি ইন্টার মায়ামিতে আসেন। এই মৌসুমে ২৯টি গোল করেছেন। মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে শেষ করেছে এবং প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। মেসি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ইন্টার মায়ামিতেই তিনি ফুটবল ক্যারিয়ার শেষ করতে পারেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com