ঢাকা      শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

চলন্ত বাসে আগুন, নিহত অন্তত ১০

IMG
24 October 2025, 8:56 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী বাসে আগুন লেগে দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর চারটার দিকে কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থার মালিকানাধীন বাসটি দেশটির ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় মোটর সাইকেলটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরই আগুন ধরে যায় বাসটিতে।

দুর্ঘটনার সময় বাসের অনেক যাত্রীই ঘুমিয়েছিলেন। তবে বাসে আগুন ধরেছে বুঝতে পারার পরেই তাদের অনেকে জানালা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচান। কিন্তু অনেকেই বাইরে বের হতে পারেননি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন