ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

জন্মদিনে নতুন রূপে আজমেরী হক বাঁধন

IMG
28 October 2025, 3:26 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জন্মদিনে নতুন এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন তিনি। ছবির প্রতিটা ফ্রেমের মুহূর্তে ফুটে উঠেছে তার নিঃশব্দ আবেদন, যা দেখাতে কখনো তিনি ক্যামেরার সামনে শব্দের অবলম্বন করেন না।

শাড়ির কোমল ছোঁয়া, মিনিমাল সাজ ও চোখের গভীরতায় মিশে আছে এক মায়াবী উপস্থিতি, যা সহজেই মন ছুঁয়ে যায়। জন্মদিনের এই বিশেষ ফটো সিরিজে বাঁধন যেন নিজেকে তুলে ধরেছেন একান্তভাবে, এমন রূপে যা সাধারণত তিনি অন্তরে রাখেন। প্রতিটি ফ্রেমে আলো, ছায়া ও তার অভিব্যক্তি একত্র হয়ে তৈরি করেছে এক স্নিগ্ধ গল্প, যেখানে নিঃশব্দ সৌন্দর্য হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে।

ফ্রেমে দেখা যায়, তিনি পরেছেন সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কেরালা কটন শাড়ি। সঙ্গে রয়েছে টেরাকোটা কমলা রঙের স্লিভলেস ব্লাউজ, যা পুরো লুকে উজ্জ্বলতা ও ভারসাম্য এনেছে। অলংকার হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশিয় ব্র্যান্ড ‘গ্লুড টুগেদার’-এর নকশা করা গয়না, যা বাঁধনের নিজস্ব স্টাইল ও পছন্দের পরিচায়ক।

ছবিগুলো শেয়ার করে বাঁধন লিখেছেন, এই ছবিগুলো আমার সেই অংশকে তুলে ধরে, যা আমি সাধারণত নিঃশব্দে রাখি। এগুলো এত সুন্দরভাবে হয়েছে, তার জন্য কৃতজ্ঞ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন