ঢাকা      বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী

IMG
29 October 2025, 3:02 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান সফর করছেন। মঙ্গলবার সকালে ইসলামাবাদে অর্থ মন্ত্রণালয়ে দেশটির অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি ফ্লাইট চালু, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুর সম্ভাবনা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

পরে ড. আনিসুজ্জামান চৌধুরী পাকিস্তান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসিপি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের মূলধন বাজার উন্নয়ন বিষয়ে উপস্থাপনা ও আলোচনা এবং নীতিগত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণ করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফেডারেল ট্যাক্স ওম্বাডসম্যান কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন