মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাটোরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুবদলের আয়োজনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহামুদ সালেহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ দিপু, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
এসময় বক্তারা বলেন, আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় আসে, দলীয় আনুগত্য সুবিধা কিংবা অসুবিধা কোনটাই দিবে না, বাংলাদেশকে আমাদের নেতা তারেক রহমান একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চান।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com