শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়া থেকে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি আশুলিয়ার ডিইপিজেডের তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি শ্রীলংকার নাগরিক।
পুলিশ জানায়, বিকেলে নিহতের বন্ধুরা ওই ব্যক্তিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করলে তাদের সন্দেহ হয়। পরে তারা তার ফ্লাটে এসে ঝুলন্ত লাশ দেখতে পায়। আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিজের ভাড়া করা ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে লোকজন ভিড় করেন সেখানে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com