স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ জ্বরে ভুগছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী জান্নাতুল কাউসার একটি পোস্টে এই তথ্য জানান এবং স্বামীর জন্য দোয়া কামনা করেন।
জান্নাতুল তার ফেসবুক পোস্টে লেখেন, 'যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মুখে ফেলেন। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। আল্লাহ অশেষ দয়ালু… দোয়ায় রাখবেন।'
পারিবারিক সূত্রে জানা গেছে, ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার কয়েকদিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার ছিলেন মাহমুদউল্লাহ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা রাখেন তিনি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি ভক্তদের কাছে সমান জনপ্রিয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com