স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লাহোরে প্রথম বলেই অসাধারণ এক কাভার ড্রাইভে চার মারলেন বাবর আজম। এরপর আরও ১১ বল খেলে রোহিত শর্মাকে ছাড়িয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানালো গাদ্দাফি স্টেডিয়ামের ভরা গ্যালারি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর আজমের রান এখন ১২৩ ইনিংসে ৪ হাজার ২৩৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা সাবেক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রান ১৫১ ইনিংসে ৪ হাজার ২৩১। বাবরের রেকর্ডের দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে পাকিস্তান।
১১১ রান তাড়া করতে নেমে ৪১ বল বাকি থাকতে ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেনার সাইম আইয়ুব ৩৮ বলে ৬ চার ও ৫ ছয়ে করেছেন অপরাজিত ৭১ রান। বাবর আজম১৮ বলে ১১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ১১০ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পক্ষে ২৩ রানে ৪ উইকেট নেন ফাহিম আশরাফ। ১৪ রানে ৩ উইকেট পান সালমান মির্জা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com