ফয়সাল আহমেদ, রাজশাহী: বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার, (১ নভেম্বর) দুপুরে রাজশাহীতে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে। যেন প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। আমরা ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন তাদের ইচ্ছা জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চায়। আপনাদের বলবো, আপনারা যারা যে কাজে ছিলেন সেখানে যান, আপনারা স্ব স্ব কাজে চলে যান। বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে দেন। এ নির্বাচনকে তারা বিলম্ব করতে চায়।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com