ঢাকা      রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

জাহাঙ্গীরনগরে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

IMG
01 November 2025, 4:02 PM

শরীফুল ইসলাম, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সহস্রাধিক নবীন শিক্ষার্থী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ডাকসুর ভিপি আবু সাদিক মো. কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জীবনের শুরু থেকেই নৈতিকতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। ৫ আগস্টের পর ইসলামী ছাত্রশিবির পুরোনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে নতুন রাজনীতির প্রবর্তন করেছে বলেও মন্তব্য করেন তারা। 

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিরা।
শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন