ঢাকা      মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতলো ভারত

IMG
03 November 2025, 2:22 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলো ভারতের মহিলা ক্রিকেট দল। রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইতে বসেছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আসর। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রায় ৪৫ হাজার দর্শক। সবার গলার স্বর একটাই ‘ইন্ডিয়া ইন্ডিয়া’। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন ভারতের স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। দু’জনই করেন যথাক্রমে ৪৫ ও ৮৭। তাদের ব্যাটে ভর করেই শুরুটা ভালো করে ভারতীয় মহিলা ব্রিগেড।

যদিও দক্ষিণ আফ্রিকার ভালো বোলিংয়ের জন্য মিডল ওভারে চাপে পড়ে যায় ভারত। স্মৃতি, শেফালি সাজঘরে ফেরার পর বড় রান পাননি ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর, জেমিমা রড্রিগেজ। হাল ধরেন দীপ্তি শর্মা। ফাইনালের দিন দলের জন্য হাফ সেঞ্চুরি করেন তিনি (৫৮)। মাঝে ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯৯ রানের টার্গেট রাখেন হারমানপ্রিতরা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই সাবধানে খেলতে থাকেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। যদিও ভারতের বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একমাত্র উলভার্ট ছাড়া মাঠে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা যায়নি তাদের কাউকে। তিনি সেঞ্চুরি করেন ৯৬ বলে। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন শেফালি ভার্মা, শ্রী চারানি ও দীপ্তি শর্মা। একাই চার উইকেট নেন দীপ্তি। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলে নিলো ভারত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন