নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে দলটি। আজ সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন:
নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে রেজাউল ইসলাম (রেজু)। তবে নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, দলের নেতা তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। আশা করছি সকল ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে কাজ করা হবে। এই সবগুলো আসনই বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। আর নওগাঁ-৫ আসনে `হোল্ড' করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা দলের প্রধান তারেক রহমান জানেন। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com