ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাহাদাত হোসাইনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে শাহাদাত হোসাইনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি অর্থ ঋণ আদালত আইনের ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com