ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সংস্কার প্রশ্নে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের পরও আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করতে পারিনি এটি লজ্জাজনক। এতো রক্ত, এতো ত্যাগের পরও যদি রাজনৈতিক দলগুলো একমত হতে না পারে, তবে আর অপেক্ষা নয়। এ অবস্থায় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর দিকে চেয়ে না থেকে রাষ্ট্রকেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। জনগণ রাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (রংপুর) আব্দুল বাসেত মারজান ও ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া।
সভায় প্রফেসর ডা. ওহাব মিনার ঘোষণা করেন, কেফায়েত হোসাইন তানভীরকে আহ্বায়ক ও তোফাজ্জল হোসাইন রমিজকে সদস্য সচিব করে ৪৭ সদস্যবিশিষ্ট এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “রাজনৈতিক দলগুলোকে দ্বিচারিতা বাদ দিতে হবে। প্রকাশ্যে এক কথা আর ভেতরে অন্য কথা । এই রাজনীতি জনগণকে বিভ্রান্ত করছে। দলগুলোর মধ্যে অহংকার নয়, বাস্তবতা ও দায়িত্ববোধের জায়গা থেকে রাষ্ট্র গড়ার সংকল্প থাকতে হবে।
তিনি স্মরণ করেন, “কয়দিন আগেও আমরা একসঙ্গে কারাভোগ করেছি, নির্যাতন সহ্য করেছি। এত দ্রুতই কি আমরা তা ভুলে গেলাম?”
তিনি আরও বলেন, “এবি পার্টি ব্যক্তি বা মতবাদকেন্দ্রিক রাজনীতি নয়, অধিকারভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতি করছে। আমরা ২০-২২টি জাতীয় সমস্যা চিহ্নিত করেছি এবং ইস্যুভিত্তিক রাজনীতির পথে রয়েছি। এবি স্বেচ্ছাসেবক পার্টি দেশের সর্বত্র ছড়িয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, “তরুণরাই সংগঠনের শক্তি। দুর্যোগ, সামাজিক উদ্যোগ, নির্বাচন বা ন্যায়ুসত্যের আন্দোলন — সবক্ষেত্রেই স্বেচ্ছাসেবকরা সামনের সারিতে থাকবে। আমরা সেবায়, সততায় ও ত্যাগে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ব। আমরা হবো জনগণের স্বেচ্ছাসেবক।” 
  
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com