ঢাকা      মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিরোনাম

বরিশালের ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

IMG
04 November 2025, 5:00 PM


বরিশাল, বাংলাদেশ গ্লোবাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

এতে বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়ায় জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনে এস সরফুদ্দিন সান্টু, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটিতে পরে ঘোষণা করা হবে। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) রাজীব আহসান, বরিশাল-৫ সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আবুল হোসেন খানকে দলীয় মনোনয়ন দেয়া হয়ছে।

প্রার্থীদের নাম ঘোষণার পর পরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেউ আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণ করেনি। তবে প্রার্থীদের বাড়ির

সামনে জড়ো হয়ে উল্লাস করে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা প্রর্থীদের শুভেচ্ছা জানান।
এদিকে নাম ঘোষণার পর বরিশাল সদর ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা জনআকাঙ্খা পূর্ণ হওয়ার চিন্তা করছি। বিএনপি গণতন্ত্র উত্তোরনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনতাই ক্ষমতার উৎস, সেটা আরো একবার প্রমাণিত হল।

তিনি বরিশালবাসীর উদ্দেশ্যে বলেন, আমি পূর্বেও যেমন জনগণের জন্য কাজ করছি, আগামী দিনের যে উন্নয়ন বাকি রয়েছে সেগুলো করব। বরিশালের উন্নয়ন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উন্নয়ন। আমি বরিশাল থেকে বারবার নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আমাদের সময়ই বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, বিভাগ ও রেডিও স্টেশনসহ নানা উন্নয়ন হয়েছে। মানুষের যে দাবিগুলো এখনো হয়নি সেগুলো আমি করার ব্যবস্থা করব। বরিশালবাসীর দাবি ৬ লেন রাস্তার, সেটি আমরা ব্যবস্থা করব।

তিনি আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় হরতে হবে। গ্রামে থেকেও মানুষ যাতে শহরের সুযোগ সুবিধা পায় আমরা সেই ব্যবস্থা করবো। বরিশালবাসীর যে দাবি দাওয়াগুলো রয়েছে আমি সে সমস্যার সমাধান করবো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন