ঢাকা      বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
শিরোনাম

গাইবান্ধায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

IMG
06 November 2025, 4:48 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার নারী-পুরুষসহ দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

সমাজসেবক নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার যুব উন্নয়ন প্রশিক্ষক কর্মকর্তা রুহুল আমিন , আরএমটিপি প্রকল্পের ভিসিএফ মোকলেছুর রহমান, এভিসিএফ মো. ইউসুফ আলী ও উদ্যোক্তা আল আমিনসহ খামারিরা।

বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই মাছ চাষের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।” তারা আরও বলেন, গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষের আধুনিক পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিলে উৎপাদন বৃদ্ধি ও বাজারে মানসম্মত পণ্য সরবরাহ সম্ভব হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা তাদের চাষের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও প্রযুক্তি নির্ভর চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন