স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালের বিপক্ষে আগামী ১৩ নভেম্বর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের প্রধান খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। সব কিছু ঠিক থাকলে নেপালের বিপক্ষে মাঠে নামবেন হামজা। তিনি এখনো দলের সাথে যোগ না দিলেও তাকে ছাড়াই প্রস্তুতি সারছেন দলের বাকি ফুটবলাররা। ঘরের দর্শকদের সামনে নেপাল এবং ভারতের বিপক্ষে ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না লাল-সবুজের দল।
নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার। তবে এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কম। ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার প্রায় এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায় সব টিকিট। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়েও সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে নেপাল ম্যাচের আগে দর্শকদের মধ্যে টিকিট সংগ্রহের আগ্রহ কম।
বাংলাদেশ গত ৬ সেপ্টেম্বর ম্যাচ খেলে নেপালের বিপক্ষে। অনেকটা নিয়মিত তাদের সঙ্গে খেলে থাকে বাংলাদেশ। যদিও এবার ভিন্ন পরিস্থিতির স্বীকার হয়ে ফিফা র ্যাঙ্কিংয়ের ১৮০ নম্বর দলটির সঙ্গে খেলতে হচ্ছে শমিত সোমদের।
১৩ নভেম্বর প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ করা ছিল শক্তিশালী আফগানিস্তান। কিন্তু শেষ মুহূর্তে তারা আসতে না পারায় নেপালকে বেছে নিতে হয় বাফুফেকে। আফগানিস্তান বা অন্য কোনো শক্তিশালী দল আসলে দর্শকদের বেশি আগ্রহ থাকতো।
নেপাল ম্যাচের পর ঢাকায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। একই দিন মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার কথা ছিল আফগানিস্তানের। যে কারণে সে সময় ঢাকায় থাকায় আফগানদের বিপক্ষে প্রীতি ম্যাচের সময় ১৩ নভেম্বর ঠিক করে রেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশে আসতে রাজি হয়নি মিয়ানমার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com