ঢাকা      শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২৪ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

IMG
10 November 2025, 9:46 PM

মোংলা, বাংলাদেশ গ্লোবাল: ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ‘মদিনা-৬’ নামে একটি ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। আজ সোমবার (১০ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ নিয়মিত টহল করার সময় তাদের উদ্ধার করে। মোংলা নৌ ঘাঁটির বা‌নৌজা অপরাজেয়-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আসিফ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা অপরাজেয়’। এ সময় নৌবাহিনীর জাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে’ শনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

জাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন।

দুর্ঘটনা কবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে ৩৫ মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে আসে। উদ্ধারকৃতদের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘কোস্ট গার্ড পশ্চিম জোন’-এর কাছে হস্তান্তর করে নৌবাহিনী। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ রয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন