ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন

IMG
16 November 2025, 11:43 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হুমকি ও ভয়-ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, গত ১৬ মার্চ বাদী মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি পুরো সাজানো। আসামিদের সঙ্গে বাদীর কোনো পূর্ব পরিচয় নেই। কোনো দিন দেখা–সাক্ষাৎ হয়নি। এমনকি তাদের মধ্যে ফেসবুকে যোগাযোগও নেই। মেহজাবীন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে। প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে লাভবান হওয়ার জন্য এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন বাদী। মামলার যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেখানে বাদী থাকেন না। আবার আসামি হিসেবে মেহজাবীন ও তার ভাইয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেখানেও তারা থাকেন না। আসামিরা তাদের বিরুদ্ধে সমন জারি হওয়ার বিষয়টি জানতেন না। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তারা বিষয়টি জানতে পারেন।

চলতি মাসের ৩ তারিখে মেহজাবীন ও তার ভাইয়ের আদালতে হাজির হওয়ার তারিখ ধার্য ছিল। তবে তারা সেদিন আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তাদের গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর তারা সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন।

জামিন পেয়ে বাসায় ফেরার পথে মেহজাবীন সাংবাদিকদের বলেন, ‘আমি অনলাইনে সংবাদটি প্রকাশের পর বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে আমার আইনজীবীকে জানাই, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আইনজীবী আমাকে জানান, একজন লোক কোনো ভুয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন, যিনি সম্ভবত আমার পরিচয় ব্যবহার করেছিলেন—এই মুহূর্তে এটুকুই আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। পাশাপাশি মামলার বাদী এবং তার আইনজীবী—উভয়েরই বর্তমানে খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার আইনি টিম তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু তাদের মোবাইল নম্বর বন্ধ। আমি কোনোভাবেই এই মামলার সঙ্গে যুক্ত নই এবং আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমি আমাদের দেশের আইন ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখি। তাই আমি জামিনের জন্য আবেদন করেছি।’

মামলার অভিযোগে বলা হয়, বাদীর (আমিরুল ইসলাম) সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবীনের। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে ২৭ লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজ দেব, কাল দেব বলে সময় পার করে আসছেন।

বাদীর অভিযোগ, এ বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিসান ১৬ মার্চ বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন অকথ্য ভাষায় গালাগালি করেন তাকে, মেরে ফেলার হুমকিও দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। তখন তিনি আদালতে মামলা করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন