ঢাকা      শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন সিইসি

IMG
19 November 2025, 12:12 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটার নিবন্ধন মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন তিনি।

অ্যাপটি উদ্বোধন করার পরপরই জাপান, মিশর, কেনিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

পোস্টাল ভোট বিডি উদ্বোধন করার পর সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এই প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচনে ক্ষেত্রে একটি মাইলফলক। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে এটি ইতিহাস সৃষ্টি করল। এই ইতিহাসের সাক্ষী আপনারা।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসে বসবাস করছে। প্রবাসী ভোটের মাধ্যমে গণতন্ত্রেও ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। এক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ডাকযোগে ভোট দিতে সক্ষম করতে কমিশন একটি হাইব্রিড সমাধান তৈরি করেছে। তিনি বলেন, প্রতিটি খাম ব্যক্তিগতকরণ করা এবং আলাদাভাবে শনাক্তযোগ্য হওয়ায় প্রতিটি ডাক ভোট ট্র্যাক করা সম্ভব হবে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তিনি আশা প্রকাশ করেন যে অনেকেই নিবন্ধন করবেন এবং ভোট দেবেন।

ইসির কর্মকর্তারা জানান, বিশ্বের ১৪৩টি দেশে ৪০ দিনব্যাপী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলবে।

অনুষ্ঠানে অন্য দুই নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন দেশের বাংলাদেশি কূটনীতিক ও প্রবাসীরা অংশ নেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন