স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিফা দ্য বেস্টে ২০২৫ সালের বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন উসমান দেম্বেলে। এর আগে, পিএসজির ফরাসি ফরোয়ার্ড জিতেছেন ব্যালন ডি’অরও।
আর এই পুরস্কারের মধ্য দিয়ে শেষ হলো ২০২৫ ফিফা দ্য বেস্টের পুরস্কারের আনুষ্ঠানিকতা। এক ঘণ্টার কম সময়ের মধ্যেই সারা হয় সব আনুষ্ঠানিকতা।
বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), নুনো মেন্দেজ (পিএসজি ও পর্তুগাল), কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা ও স্পেন), রাফিনিয়া (বার্সেলোনা ও ব্রাজিল), মোহাম্মদ সালাহ (লিভারপুল ও মিসর), ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল) এবং লামিনে ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com