ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তব্য দেন অপর দুই উপদেষ্টা।
রুহুল আমিন মল্লিক জানান, দুপুর ২টার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভার দ্বিতীয় সেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিকেল সাড়ে চারটার দিকে তারা কমিশন ছেড়ে যান। তবে তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com