ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তাকে নিয়ে ঢাকার পথে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) হিথরো বিমানবন্দর ত্যাগ করেছে ফ্লাইটটি।
সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। আজ তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা করেছে দলটি। রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল এক মঞ্চ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। তাকে এক নজর দেখা এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার থেকেই ৩০০ ফিট হাইওয়ে এলাকায় ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতা-কর্মীদের। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত তিল ধারণের জায়গা নেই।
পুরো পূর্বাচল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন। সব মিলিয়ে এ যেন অনেকটাই- আসছে তারেক, মাতবে দেশ : শহীদ জিয়ার বাংলাদেশ।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com