ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর শ্বশুর সাবেক নৌ বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এর আগে, বনানী কবরস্থানে ছোট ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। এছাড়া সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সেখান থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করতে দুপুর একটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com