ঢাকা      রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
শিরোনাম

জামায়াতসহ ৮ দলীয় জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি

IMG
28 December 2025, 5:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যুগপৎ আন্দোলনের শরিক হয়ে আটটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলো আরও দু’টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দু’টি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাদের নাম ঘোষণা করেন। আট দলীয় জোটের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন তিনি।

আগে থেকে এই জোটে থাকা আট দল হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন