ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানেই আছে বাংলাদেশ। আজ বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করবো না। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’
এর আগে, বিসিবি ভারতে খেলোয়াড় এবং বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে যাওয়া অন্যদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। চিঠিতে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ করা হয়। বিসিবির ই-মেইলের জবাবে আইসিসি গতকাল পাল্টা ই-মেইল দিয়ে বিসিবিকে জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ যে শঙ্কা প্রকাশ করছে, সে রকম কোনো শঙ্কার কারণ নেই। আইসিসির পক্ষ থেকে ভারতে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ই-মেইলে।
একই সঙ্গে বলা হয়েছে, বিশ্বকাপের পুরো নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে নিয়ম অনুযায়ী আইসিসি অন্য বোর্ডগুলোর পাশাপাশি বিসিবিকেও তা পাঠাবে। তখন যদি বিসিবির কোনো পর্যবেক্ষণ বা মতামত থাকে, সেটা তারা জানাতে পারবে এবং আইসিসি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
তবে আইসিসির এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে, এটা শুধু নিরাপত্তা ইস্যু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যা-ই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি।’
মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতে যে খেলার মতো পরিস্থিতি নেই, এটাই তা প্রমাণ করে। তিনি বলেন, ‘ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই।’
অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আজ-কালের মধ্যেই আবারও ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে বিসিবি আইসিসিকে ই-মেইল করবে। তিনি বলেন, ‘আশা করি আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো এবং আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে। আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাবো।’
ক্রীড়া উপদেষ্টা বলেন, তাদের এই শক্ত অবস্থানের মূলে আছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্ন; যার সঙ্গে তারা আপস করতে চান না। তবে তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। তারপরে পরবর্তী পরিস্থিতি যা হবে, সেটা নিয়ে আবার আমরা বসে সিদ্ধান্ত নেবো। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে নিয়েছি যে, আমরা আইসিসিকে বোঝাবো, আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই।’
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং দুই সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমসহ আরও বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
সভা প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘খেলোয়াড়দের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পনসররা আছেন, আমাদের ক্রিকেটপ্রেমীরা আছেন, অনেকেই খেলা দেখতে যাবেন। সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া সম্ভব নয়। এ জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি। আমাদের যেকোনো বিদেশ সফরের সময় গভর্নমেন্ট অর্ডার (জিও) লাগে। সেই অর্ডারের অবস্থাটা আমরা জানতে এসেছিলাম। আমরা এখন জেনে গিয়েছি যে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করে যাবো।’
আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তার কারণে কোনো একটি দেশের খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার নজির অনেক আছে। সেই প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি বলেন, ‘আগেও কিন্তু নিরাপত্তার কারণে এ ধরনের ইভেন্ট হয়েছে। আপনারা জানেন হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে, সেটার মূল কারণটাই কিন্তু নিরাপত্তা। আমরা আশা করছি যে, আমাদের যুক্তিগুলো আমরা দাঁড় করতে পারবো।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com