ঢাকা      শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
  • বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করা হয়েছে।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

ইরানে তুঙ্গে সরকার বিরোধী বিক্ষোভ

IMG
09 January 2026, 2:40 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরগুলোতে বিশাল মিছিল করেছেন বিক্ষোভকারীরা। এটি বছরের পর বছর ধরে চলা শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা গেছে। তাদের বাধা দিতে পারেনি নিরাপত্তা বাহিনী। পরে অবশ্য দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দিয়েছে একটি পর্যবেক্ষণ দল। ফুটেজে বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত এবং নির্বাসনে থাকা সাবেক শাহ-এর সন্তান রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি জানাতে শোনা যাচ্ছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুসারে, ইরানি মুদ্রার দর পতনের প্রতিবাদে টানা ১২ দিন ধরে অস্থিরতা চলছে, যা দেশটির ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি-এইচআরএএনএ জানিয়েছে, কমপক্ষে ৩৪ জন বিক্ষোভকারী - যার মধ্যে পাঁচজন শিশু - এবং আটজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আরও দুই হাজার ২৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষক ইরান হিউম্যান রাইটস-আইএইচআর জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে আট শিশুসহ কমপক্ষে ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ২২ জনের মৃত্যু এবং তাদের পরিচয় নিশ্চিত করেছে বিবিসি। আর ছয়জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যার ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের একটি বিশাল ভিড় দেশটির উত্তর-পূর্বের শহর মাশহাদের প্রধান সড়ক ধরে এগিয়ে চলেছে। 'শাহ দীর্ঘজীবী হোন' এবং 'এটিই চূড়ান্ত যুদ্ধ! পাহলভি ফিরে আসবে' বিক্ষোভকারীদের এমন স্লোগান দিতে শোনা যায় এবং এক পর্যায়ে বেশ কয়েকজনকে একটি ওভারপাসে উঠে সেখান থেকে নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলতে দেখা যায়।

অনলাইনে পোস্ট করা আরেক ভিডিওতে পূর্ব তেহরানের একটি প্রধান সড়ক ধরে বিক্ষোভকারীদের একটি বিশাল ভিড় হেঁটে যেতে দেখা গেছে। তেহরানের উত্তরাঞ্চল থেকে বিবিসিকে পাঠানো ফুটেজে, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের পর বিক্ষোভকারীদের 'অসম্মানজনক' এবং 'ভয় পেও না, আমরা সবাই একসাথে' বলে চিৎকার করতে দেখা গেছে।

দেশটির কেন্দ্রীয় শহর ইসফাহান, উত্তরের শহর বাবোল এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজেও বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক মানুষ। পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলেও বিক্ষোভকারীদের বিশাল ভিড় দেখা গেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন