দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদ থেকে দুই তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১১টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের অন্তর্গত দল্লা বানিয়াখাড়ী গ্রামের লক্ষ্মীতলা সেতু এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তরুণদের একজনের বয়স আনুমানিক ২৪ বছর এবং অপরজনের বয়স আনুমানিক ৩০ বছর। তাদের উভয়ের পরনে ছিল ফুল প্যান্ট ও কালো রঙের শার্ট এবং শার্টের ওপরে কালো রঙের জ্যাকেট।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে নদীতে কয়েকজন মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় দু'জনের লাশ দেখতে পান। তাদের মধ্যে আনারুল ইসলাম নামের এক ব্যক্তি চিরিরবন্দর থানায় বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক এস এম আহসান হাবীব সাংবাদিকদের বলেন, দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দু'টি অর্ধগলিত। লাশ শনাক্তের কাজ চলছে। এরই মধ্যে সিআইডি পুলিশ সদস্যদের অবহিত করা হয়েছে। তারা এলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com