ঢাকা      বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
শিরোনাম

ঢাকায় বিশ্বকাপ ফুটবল ট্রফি

IMG
14 January 2026, 7:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশে ফুটবলের স্বপ্ন বাস্তবে রূপ নিলো আজ, যখন ফিফা বিশ্বকাপের মূল ট্রফি সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ এসে পৌঁছায়। এটি দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। 'ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলা’র অংশ হিসেবে বিমানবন্দরের টারম্যাকে আয়োজিত এক আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে এই আগমন উদযাপন করা হয়, যা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বিশ্বের অন্যতম আইকনিক ক্রীড়া প্রতীককে বাংলাদেশি সমর্থকদের আরও কাছে নিয়ে আসে।

চূড়ান্ত মুহূর্ত আসে, যখন বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্তো সিলভা বিমানবন্দরের টারম্যাকে ট্রফিটি উন্মোচন করেন। এ সময় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ঢুলি নৃত্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আব্দুল মোনেম লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম, কোকাকোলা আইসেক বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান, কোকাকোলা বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী।
'ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলা' কোকাকোলা ও ফিফার ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন, যা বিশ্বব্যাপী ৭৫টি স্টপে ৩০টি ফিফা সদস্য দেশের সফর করবে।

মূল ট্রফির ধারাবাহিকভাবে দ্বিতীয়বার বাংলাদেশে আগমন বৈশ্বিক ফুটবল পরিমণ্ডলে দেশের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে এবং তরুণ জনগোষ্ঠী ও খেলাটির সঙ্গে গভীর আবেগী সংযোগ দ্বারা চালিত বিশ্বের অন্যতম উৎসাহী ফুটবল সমর্থক গোষ্ঠী হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ট্রফির পাশে একটি দলগত আলোকচিত্র ধারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যা ফুটবলের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পুনরায় অবস্থান গ্রহণের একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন